রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত দের জন্য তৈরি গ্রাম পঞ্চায়েতের তালিকায় ৮০% ই দুনীতি হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেই। এই মর্মে হাওড়ার জেলা শাসকের কাছে অভিযোগ জানালেন পঞ্চায়েত প্রধান মুজিবুর রহমানের। তার অভিযোগ এলাকার এলাকায় যারা বিত্তশালী ও এই ঝড়ে যাদের কোন ভাবে কোনো ক্ষতি হয় নি। তারাই ক্ষতিপূরণ পেয়েছে বলে অভিযোগ করেন তিনি৷

যদিও গ্রামপঞ্চায়েতের উপপ্রধান কনিকা নাগের পাল্টা দাবি এই ক্ষতিগ্রস্থের তালিকা প্রধান নিজেই তৈরী করেছেন। আবার এখন তিনি নিজেই অভিযোগ করছেন। আসলে প্রধানের ওই তালিকা অনেক ভুয়ো নাম আছে তাই নিজের দোষ ঢাকতেই উনি এইসব মিথ্যে অভিযোগ করছেন। মোট ১১৭ জনে লিস্ট পাঠানো হয় জেলা শাসকের কাছে। দেখা যায় তার মধ্যে ২৮ জনের নামই ভুয়ো। এখনো ৪০ জনের ক্ষতিপূরণের টাকা ঢোকে নি।

এই প্রসঙ্গে পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ মেহেবুব আলম জানান পঞ্চায়েত প্রধান কখন পঞ্চায়েতে আসেন কখন যান কেউ জানে না। উনি বিজেপির সাথে চক্রান্ত করে তৃনমুলের বদনাম করার জন্য এই কাজ করছেন।
যদিও পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবর রহমান সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন ওই লিস্ট তৈরি তিনি করেন নি।
সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ শুনেই তিনি প্রশাসনের দারস্থ হয়েছেন। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।