অবতক খবর, সংবাদদাতা :: বেশ কিছুদিন আগে আমডাঙার একটি পরিত্যক্ত বাড়িতে একটি কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা অঞ্চলে। যেই বাড়িতেই কঙ্কালটি উদ্ধার হয়েছে প্রায় দু’বছর ধরে বাড়ি ফাঁকা। কঙ্কালটি উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে অনেকেই বলেন যে এটি ডাইনোসরের কঙ্কাল।

এই খবর ছড়াতেই সেখানে উপস্থিত হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকারিকরা।‌ কঙ্কালটিকে প্রাথমিকভাবে দেখার পর তারা জানান এটি সরীসৃপ প্রজাতির কোন প্রাণীর কঙ্কাল কিন্তু ডাইনোসরের নয়। এরপর সেই কঙ্কালটি পাঠানো হয় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়। অবশেষে পরীক্ষার পর জানা যায় কঙ্কালটি ডাইনোসরের নয়, সেটি গন্ধগোকুলের।

কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছিল আমডাঙ্গাবাসীর মধ্যে। অবশেষে সব জল্পনার অবসান ঘটায় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কঙ্কাল পরীক্ষার পর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে।