আমডাঙ্গায় সাংবাদিক পেটানোর ঘটনায় গ্ৰেপ্তার ৫

অবতক খবর,১৬ মার্চঃ গতকাল বুধবার আমডাঙ্গায় সাংবাদিক পেটানোর ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করে বারাসত আদালতে তুললো আমডাঙ্গা থানার পুলিশ বৃহস্পতিবার।অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।চিকিৎসা না করিয়েই সাস্থ্য সাথীর কার্ড থেকে টাকা তছরূপের অভিযোগ আমডাঙার আওয়ালসিদ্ধির জীবন আলো নার্সিংহোমের বিরুদ্ধে।

খবর সংগ্রহ করতে গেলে নার্সিংহোম মালিক সহ গুন্ডাবাহিনী সাংবাদিক দের বাধা, বেধরক মারধররের করে বলে অভিযোগ। ঘটনায় নার্সিং হোমের মালিক সহ চার জন কে গ্রেপ্তার করে আমডাঙা থানার পুলিশ। অভিযুক্তদেরকে বারাসাত আদালতে তোলা হয় । ধৃতদের বারাসাত আদালতে পুলিশ হেফাজত চেয়ে পেশ করা হয়, ধৃতদের বিরুদ্ধে 341,323,325,379,34,25/1A.ধারায় মামলা রুজু করেছে পুলিশ।ধৃতদের ৩ জনের বিরুদ্ধে ২৫/1A জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়।আসামীদের পক্ষে আইনজীব মিজানুর রহমান।

আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের ভাই,যা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।