অবতক খবর,১০ জানুয়ারিঃ আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির খবর উঠে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাদ যায়নি মুর্শিদাবাদ জেলাও। মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের আবাস যোজনা নিয়ে কারচুপির অভিযোগ উঠে এসেছে প্রশাসনের কানে। তার বিরুদ্ধে বারবার কঠোর ব্যবস্থা নিতে দেখা গিয়েছে প্রশাসনিক আধিকারিকদের। কখনো রাতের অন্ধকারে বিডিও সাহেব বেরিয়ে পড়েছেন পুলিশ অফিসারকে নিয়ে আবার কখনো আবাস যোজনা প্রাপকদের বাড়িতে গিয়ে খতিয়ে দেখে এসেছেন তাদের পারিবারিক অবস্থা। ঠিক তেমনি এবার পরিদর্শন করতে গিয়ে সুতি এক নম্বর ব্লকের বংশবাটী গ্রাম পঞ্চায়েতের রাতুরি গ্রামে পাওয়া গেল এক ঝাঁ চকচকে মার্বেল বসানো বাড়ি। এদিন পরিদর্শনে এসেছিলেন সুতি এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচএম রিয়াজুল হক।

তিনি এসে রীতিমতো অবাক হয়ে যান। কিভাবে নাম উঠলো এই বাড়ির মালিকের আবাস যোজনা তালিকায় তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন পঞ্চায়েত এবং অঞ্চল স্তরের নেতাকর্মীদের কাছে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন তালিকা অনুযায়ী প্রত্যেক বাড়িতে গিয়ে তদন্ত করে দেখবেন। এমন অন্যায় ধরা পড়লে তিনি কঠোর শাস্তির ব্যবস্থা করবেন বলেও জানান। তালিকা ধরে ধরে প্রত্যেকের নাম অনুযায়ী বাড়িতে গিয়ে সরেজমিনে তদন্ত করবেন বলে হুশিয়ারি দেন এইচ এম রিয়াজুল হক।