অবতক খবর :: শিলিগুড়ি ::    অভিযোগ নেই মাস্ক,মানা হয়নি সোশ্যাল ডিস্ট্যান্স। আজ শিলিগুড়ি পুরনিগম এর অন্তর্গত ৩৭ নং ওয়ার্ড এর দাসপাড়া ও সংলগ্ন এলাকার দরিদ্র পরিবারের ছোটো-ছোটো ছেলে মেয়েদের রকমারি খাদ্য-দ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর-ওয়ার্ড নং ৩৭ তথা চেয়ারম্যান-বোরো কমিটি নং ৫ শিলিগুড়ি পুরনিগম রঞ্জন শীল শর্মা। সোশ্যাল মিডিয়াতে তার ওই সহায়তার ছবি ভাইরাল।

সমাজের একশ্রেণীর মানুষের অভিযোগ, যে শিশুরা রঞ্জন বাবুর কাছে খাবারের জন্য এসেছিলেন তারা অধিকাংশই পড়েনি মাস্ক। পাশাপাশি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফে বলা সোশ্যাল ডিস্ট্যান্স মানা হয়নি। কাউন্সিলর রঞ্জনবাবুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। কিন্তু সোশ্যাল ডিসটেন্স না মানা এবং ছোট ছোট শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে মাস্ক না পরে লাইনে দাঁড়ানোর প্রতিবাদ করেছেন অনেকেই।