অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- প্রশাসনের মদতে অবৈধ গরুর ব্যবসা চলছে দীর্ঘ দিন ধরে , আর প্রাণ যাচ্ছে রাস্তা চলা মানুষজনের। গরু পাচারকারীদের বক্তব্য খুব স্পষ্ট , আমরা টাকা দিচ্ছি জোরে যাবো না আস্তে যাবো সেটা আমাদের ব্যাপার।

কারণ আমরা টাকা দিচ্ছি। আজ ৫টার সময় দমকল পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের উপর দিয়ে বড় লছমন করে পাচারের উদ্যেশে গরু নিয়ে যাচ্ছিলো পাচারকারীরা।

সেই সময় লছমনের ধাক্কায় মিলা বিবি (৫০) নামে এক মহিলা রাস্তায় পড়েযায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন এর প্রতিবাদে রাস্তা অবরোধ করেন , পরে পুলিশ এসে অবরোধ উঠিয়ে দেয় এবং মৃতদেহ মর্গে পাঠানো হয়। স্থানীয় মানুষের বক্তব্য এক মাস আগে এখানে এরকমভাবে একজন মারা যায় , সেই গাড়ি পুলিশ ধরে নিয়ে যায় এখন আবার সেই গাড়ি রাস্তায় চলছে।

তারা বলেন পুলিশের জন্য এই অবৈধ ব্যবসা রমরমিয়ে চলছে। পাচারকারীরা বুক ফুলিয়ে বলছে মধুকে টাকা দিই , আমাদের যেমন ভাবে ইচ্ছা তেমনি ভাই চলবো।

এখন দেখার বিষয় এই মধু কে ? প্রশাসন কি মধুকে ধরতে পারবে না সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে ? সময় বলবে।