অবতক খবর,১৮ আগস্ট: আবারো বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।শিক্ষাঙ্গনে রাজনৈতিক কর্মসূচি ঘিরে বিতর্ক।

আজ বিশ্বভারতীর উপাচার্যর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা ও বিজেপি নেতারা।

কিভাবে সরকারি প্রোগ্রামে বিজেপি নেতারা উপস্থিত থাকলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্বভারতীর আশ্রমিকরা।

এ বিষয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, একজন শিক্ষামন্ত্রী একবার কেন ১০০ বার আসতে পারেন। কিন্তু সেখানে বিজেপির সভাপতির সাথে কেন মিটিং করলেন উপাচার্য? এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এবার থেকে বিশ্বভারতী ক্যাম্পাসে আমিও মিটিং করব। এ নিয়ে চলছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।