অবতক খবর,২৪ ডিসেম্বর: দীঘা শরীরে এলার্জির বাসা দীঘা বেড়াতে এসে কাঁকড়া খেয়ে মৃত্যু হল এক পর্যটকের। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সৈকত নগরীতে।

সৈকত নগরী দীঘায় বেড়াতে এসে কমবেশি সবাই সামুদ্রিক কাঁকড়া স্বাদ নিতে চায়। সে হোটেলে বা রেস্টুরেন্টের মেনুতে হোক। কিন্তু এবার সেই কাকড়ার স্বাদ নিতে গিয়ে এক পর্যটক এর মৃত্যু হল বাঙালির পর্যটন ডেস্টিনেশন দীঘায়।

জানা গিয়েছে মৃতার ঋত্বিকা ভগৎ বয়স আনুমানিক ১৮ । বাড়ি বীরভূম জেলার রামপুরহাটে।

দীঘা বেড়াতে এসে একটু কাঁকড়া তরকারি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ঋত্বিকা। তার পরই তার শরীরে এলার্জি উপসর্গ দেখা দেয়। সঙ্গে থাকা বাড়ি আত্মীয়রা তাকে হসপিটালে নিয়ে এলোও চিকিৎসকেরা বাঁচাতে পারেননি।

প্রসঙ্গত, গত ২০ শে নভেম্বর দীঘা বেড়াতে এসে কাঁকড়া তরকারি খেয়ে মৃত্যু হয়েছিল কলকাতার এক যুবকের। মৃত্য ব্যক্তির নাম সৌমদীপ সিকদার বয়স ২২ বছর। কলকাতার বেহালার বাসিন্দা ছিলো ওই যুবক। আবারো শৈকত সহ দীঘায় বেড়াতে এসে কাঁকড়া তরকারি খেয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দীঘায়