অবতক খবর,৫ জুন,জলপাইগুড়ি: আবারও রেললাইনের ওপর চলে আসল হাতি এবং আবারো চালকের তৎপড়তায় রক্ষা। এই নিয়ে শেষ ১০ দিনে ডুয়ার্সে চারবার ট্রেনের সামনে চলে আসল হাতি।

জানা গেছে, প্রতিদিনের মতো আপ শিলিগুড়ি- আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস চালসা- নাগরাকাটা লাইন দিয়ে যাচ্ছিল। সেসময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ চালসা- নাগরাকাটার মাঝে ৭০/৯ পিলারের কাছে একটি হাতিকে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন ট্রেনের চালক পঙ্কজ কুমার এবং সহকারি চালক সৈকত মন্ডল। এরপর ট্রেনের গতি কমিয়ে দেন তারা। এরপর হাতিটি রেললাইনের পাশ থেকে সড়ে গেলে ফের গন্তব্যস্থলের দিকে বেরিয়ে যায় ট্রেনটি।

উল্লেখ্য, ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে বেরিয়ে গেছে রেললাইন ও রাস্তা। আর সেই রেল লাইনের ও রাস্তার উপর মাঝে মধ্যেই চলে আসে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী। এর আগে একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শেষ দুই বছরে একাধিকবার রেল লাইনের সামনে হাতি চলে আসলেও সেরকম কোনো দুর্ঘটনা না ঘটায় খুশি পরিবেশপ্রেমী সংগঠন থেকে শুরু করে রেল ও বনদপ্তরের কর্মীরা।