*আবহাওয়া আপডেট*

সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। পূর্বাঞ্চলীয় অধিকর্তা। আবহাওয়া দপ্তর।

আগামী ৪/৫ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা আরো একটু বাড়বে। জলীয় বাষ্পে থাকায় অস্বস্তিও বাড়বে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শিলাবৃষ্টি ও দমকা ঝড় হবে। আগামীকাল দক্ষিণ বঙ্গে সম্ভাবনা কম বৃষ্টিপাতের। শনি রবিবার থেকে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আবার বাড়বে দক্ষিণবঙ্গে।

বৃহস্পতি শুক্র ও শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তিন দিনে অন্তত তিন চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। রবি ও সোমবার তাপমাত্রা আর বাড়বে না। যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

উত্তর বঙ্গে ওপরের দিকের পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘন্টায় মালদা ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা।