অবতক খবর , দেবাশিস মালিক, কুলপি :-  ১১৭নম্বর জাতীয় সড়কে কুলপি শিক্ষক পল্লী থেকে বিবেক ময়দান পর্যন্ত স্ট্রিট লাইট দীর্ঘদিন বন্ধ ছিল । গত ১৮সেপ্টেম্বর আবতক খবর তা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন । কুলপি বিধায়ক যোগ রঞ্জন হালদারকে আমাদের সাংবাদিক জানতে চান । তিনি তখন জানিয়ে দেন, কেন স্ট্রিট লাইট বন্ধ থাকবে , আমি খোঁজ নেবো । এরপর কুলপি বিধায়ক সরাসরি স্টেশন ম্যানেজার কাছে জানতে চান । স্টেশন ম্যানেজার সরাসরি জানান, যাদের মেইন টেন্স দায়িত্ব, তারা ঠিক করতে পারবে ।

এরপর কুলপি পঞ্চায়েত সভাপতি চিত্ত রঞ্জন হালদার বিভাগীয় কন্ট্রাক্টর সাথে কথা বলেন । শনিবার দুপুর থেকে স্ট্রিট লাইট সারান উদ্যোগ নেওয়া হয়েছে । সূত্রের খবর, ঐ স্ট্রিট লাইট কয়েকমাস যাবৎ বন্ধ ছিল । ফলে সন্ধ্যা নামলেই অন্ধকার । একমাত্র কুলপি বিধায়ক সোলার লাইট জ্বলত । কয়েক বছর আগে মথুরাপুর সাংসদ শ্রী জাটুয়া উদ্বোধন করেন । অবতক খবর জেরে নড়েচড়ে বসল বিদ্যুৎ বিভাগ মেইন টেন্স শাখা ।