আন্তর্জাতিক নারী দিবস পালন মন্তেস্বরে

অবতক খবর,৮ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ প্রথমে আমেরিকা ১৯০৮ সালে, ১৯১০ জার্মানিতে, ১৯১৭সালে রাশিয়াত সহ অন্যান্য দেশে নারীর অধিকার, স্বাধীনতা সামাজিক অধিকার লিঙ্গ বৈষম্য এর আন্দোলন শুরু হয়েছিল।

অবশেষে ১৯৭৭ সালে ৮ই মার্চ সম্মিলিত জাতিপুঞ্জ নারী দিবস হিসাবে স্বীকৃতি দেয়। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লকের আলোর ঠিকানা মহিলা গোষ্ঠী, মন্তেশ্বর ব্লকের সামনে থেকে একটি মিছিল বের করে। বাল্যবিবাহ রোধ, নারীদের অধিকার স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ের মানুষকে সচেতন করা হয় মিছিল থেকে। মন্তেশ্বর ব্লক কাদম্বিনী স্বাস্থ্য কেন্দ্রের ৪০ জন রোগীদের ফল বিতরণ করার মাধ্যমে আর্ন্তজাতিক নারী দিবস পালন করে। অপর দিকে কুসুমগ্রাম বিশ্ব কবি সংঘ মহিলা গোষ্ঠী,ও পিপলন ষোলোআনা মাল্টি পারপাস সোসাইটি মহিলা গোষ্ঠী নাচ,গান, সহ এলাকার ছেলেমেয়েদের নানান সংস্কৃতি ও জয়েন্ট বিডিও সোমনাথ সাউ এর আবৃত্তি গানের মাধ্যমে আর্ন্তজাতিক নারী দিবস পালন করেন ব্লকের মহিলা গোষ্ঠীরা।

প্রত্যেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পিপলন অঞ্চলের প্রধান শেখ শরিফুউদ্দিন, সহ আরও অনেকে।
বিডিও গোবিন্দ দাস,ও আলোর ঠিকানা মহিলা গোষ্ঠীর প্রতিনিধি টুম্পা কুন্ডু আমাদের কি জানালেন দেখুন।