আন্তর্জাতিক ওপেন বোচিবল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করলেন গোলাম মোস্তাফা মল্লিক

অবতক খবর, সংবাদদাতা :: পূর্ব বর্ধমানের ছেলে, গোলাম মোস্তাফা মল্লিক দু-দিন ব্যাপী আন্তর্জাতিক ওপেন বোচিবল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছেন। একক ভাবে তিনি স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছেন।

গত ৩ আর ৪ ডিসেম্বর আগ্রার শান্তিনিকেতন পবিলক স্কুলে অনুষ্ঠিত হয় তৃতীয় বোচি সিনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে মাত্র দুজন অংশগ্রহণ করেছিলেন, গোলাম মোস্তাফা মল্লিক (অনুর্ধ ১৭) এবং শেখ নিজাম উদ্দিন (সিনিয়র মেন)।

সর্বভারতীয় এই ক্রীড়া প্রতিযোগিতায় মোস্তাফা একক ভাবে স্বর্ণপদক ও নিজাম উদ্দিন একক ভাবে ব্রোঞ্জ পাদক পেয়েছেন এবং যুগ্ম ভাবে রৌপপদক পেয়ে পশ্চিমবঙ্গের গৌরব বৃদ্ধি করেছেন। ‘বি, এ, আই’ (বোচি এসোসিয়েশন অফ ইন্ডিয়া) এর পক্ষ থেকে শেখ নিজাম উদ্দিনকে পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকে হিসাবে সম্মানিত করা হয়। বাংলার মুখ উজ্জ্বল করায় তাদেরকে কুর্নিশ জানিয়েছেন বহু গুণী মানুষ।