অবতক খবর,১ নভেম্বর: উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার সামনে সোমবার দুপুরে কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের সাধারণমানুষ তীর-ধনুক নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের দাবি, আদিবাসী নেতা সুকুমার সরদারের গাড়ির ড্রাইভারকে সন্দেহজনকভাবে গত শনিবার আটক করে গোপালনগর থানার পুলিশ। সুকুমর বাবু থানায় গেলে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

আদিবাসী সম্প্রদায়ের নেতাকে আটক করে হেনস্থা করা হয়েছে সেই অভিযোগ তুলে সোমবার দুপুরে কয়েকশো আদিবাসী পুরুষ-মহিলা প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে । গোপালনগর থানার ও সি এবং এসডিপিও বাগদা আন্দোলনকারীদের আশ্বস্ত করে সমস্যা সমাধান করবার জন্য থানাতে এসে আলোচনা করতে প্রতিনিধি দল নিয়ে আসবার জন্য।

পুলিশ সূত্রে খবর একটি ছিনতাই মামলার তদন্তের স্বার্থে সুকুমার সরদারের গাড়ির ড্রাইভারকে আটকে রাখা হয়েছিল কিন্তু সুকুমার সরদারকে কোনরকম হেনস্থা করা হয়নি।