অবতক খবর,৩ জানুয়ারি : বিজেপির সঙ্গে ‘যোগ’ রয়েছে তাপস মণ্ডলের। শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এই দাবিই করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। তিনি এ-ও বললেন, এই বিষয়ে আদালতে সব জানাবেন।

কুন্তলের ইডি হেফাজতের মেয়াদ শুক্রবার শেষ হচ্ছে। তাই আদালতে হাজির করানো হচ্ছে তৃণমূল নেতাকে। আদালতে হাজিরার আগে সিজিও কমপ্লেক্স থেকে বার করে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পথেই তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে এই অভিযোগ করেন কুন্তল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিকও এখন জেলে।

শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কুন্তল বলেন, ‘‘তাপস মণ্ডল কী ভাবে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, দেখে নিন। কোর্টে গিয়ে সব বলব।’’ তিনি এ-ও বলেন, এই বিষয়ে বাকিটা তিনি আদালতেই বলবেন। তাঁর কথায়, ‘‘বিজেপির এটা বড় ষড়যন্ত্র। তাপস মণ্ডলের সঙ্গে কী ভাবে যোগ রয়েছে, তারা কী ভাবে হেনস্থা করতে চাইছে, সবটা বলব।’’ হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্স যাওয়ার পথেও একই দাবি করেন তিনি। আরও এক বার বলেন, ‘‘অনেক কিছু বলার আছে, কোর্টে বলব।’’