অবতক খবর,২০ ডিসেম্বর: প্রসঙ্গত যে বালুরঘাট শহরের মোটর কালী ব্রীজ থেকে ব্রীজ কালী পর্যন্ত আত্রেয়ী খারীর বেশিরভাগ অংশ অবৈধ নির্মাণের মধ্যে দিয়ে দখলকৃত হচ্ছে এবং আরো হওয়ার পথে এগিয়ে চলছে।

ভারতীয় জনতা পার্টি মনে করছে যে, ভূমি ও সেচ দপ্তরের কিছু আধিকারিক এবং বকলমে তৃণমূল কংগ্রেস পরিচালিত বালুরঘাট পৌরসভার প্রশাসক মন্ডলী একটি গোপন চুক্তির মধ্যে দিয়ে নিজেদের পছন্দের প্রোমোটারদের কাজে লাগিয়ে তাদের সুবাদে অবৈধ নির্মাণের মধ্য দিয়ে এই আত্রেয়ী খারী দখল করছে।

বালুরঘাট টাউন বিজেপির সভাপতি মাননীয় শ্রী সুমন বর্মন মহাশয় লিখিতভাবে মাননীয়া জেলাশাসকের কাছে অনুরোধ করেছেন যে, আত্রেয়ী খারী সংরক্ষণের বিষয়টি গুরুত্বসহকারে দেখে আত্রেয়ী খারী দখলের পিছনে যুক্ত থাকা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।