অবতক খবর,৩১ জানুয়ারি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গঠনে সাড়া দিয়ে এগিয়ে এলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর টুঙ্গি ইল বিল পাড়ার জিতেন বর্মন।আজ তিনি তার জমিতে কাশ্মীরি কুল চাষ করে নির্ভর হয়ে উঠছেন। যা জেলার মধ্যে নয়া নজীর সৃষ্টি করেছে।

এক সাক্ষাৎকারে জিতেন বর্মন জানান, ছোটবেলা থেকেই তার শখ তিনি নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়াতে চান। আর সেই তাগিদকে মাথায় রেখে তার নিজের জমিতেই কাশ্মীর থেকে আপেল নিয়ে এসে স্কুলের সঙ্গে ক্রসিং করে কাশ্মীরি কুলের চাষ তিনি করা শুরু করে দিয়েছেন। কত বছর 27 কুন্টাল ফলন পেয়েছিলেন।

এরপর এ বছর তিনি আশা করছেন তার চার গুণ বেশি কুলের ফলন তিনি পাবেন।আর তার লক্ষ্যে জোর কদমে এখন তিনি ব্যাস্ত কাশ্মীরি কুলের চাষ করতে তিনি আরো জানান তিনি সরকারি সহযোগিতা ছাড়াই নিজের থেকেই এমন উদ্যোগ নিয়েছেন নিয়েছেন। আজ খুব ভালো সময় এসেছে। তার কারন একটাই তিনি এই চাষ করে এখন তিনি নিজেই সয়ম্বর হয়ে উঠছেন।