অবতক খবর,১৮ জানুয়ারি: দক্ষিন দিনাজপুর: রাজ্য সরকারের আপার প্রাইমারী পরীক্ষায় ২ বার ইন্টারভিউ দেওয়া ও প্যানেলভুক্ত হওয়ার পরেও নিয়োগ না হওয়ায়, হতাশায় আত্মহত্যা করতে বাধ্য হোন বালুরঘাটের মেধাবী তরতাজা যুবক রাঘো সিং এমনটাই অভিযোগ করেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ড. অশোক কুমার লাহিড়ী।

তিনি আরো বলেন,রাজ্য সরকার কর্মসংস্থানের যদি ব্যবস্থা না করে, কর্মনিযুক্তিতে যদি স্বচ্ছতা না আনে তাহলে এই ধরনের অপঘাত এবং অপমৃত্যু বেড়ে যেতে পারে। গত কয়েক দিন আগে বালুরঘাটের নেপালি পাড়ার বাসিন্দা রাঘো সিং গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতীর পর, চাকরি না পেয়ে হতাশায় আত্মঘাতী হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ। আর সেই কারণে আজ বালুরঘাটের বিধায়ক এই বিষয় তার ক্ষোভ প্রকাশ করেন।