অবতক খবর :: শিলিগুড়ি ::    করোনা আক্রান্ত রোগীর বাড়ির চারদিকে বাঁশের ব্যারিকেড এর পরিবর্তে সচেতনামূলক ফ্লেক্স বা রিবন কী ব্যবহার করা যায় না? এমনই একটা খবর সম্প্রচার করেছিলো এক সংবাদ মাধ্যম।

এই খবর সম্প্রচার হবার পরই আজ সকালে প্রথম শিলিগুড়ি শহরের ৩৮নম্বর ওয়ার্ডে ১করোনা আক্রান্তের বাড়ি লাল রিবন দিয়ে আটকে দিল ওয়ার্ডের কো-অডিনেটর দুলাল দত্ত। তিনি পরে জানালেন এই বাশ দিয়ে ঘেরা দেখলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে, প্রত্যেকের মনেই আতঙ্ক তাই চেষ্টা করলাম ওই বাশের বদলে অন্যকিছু দেবার।