অবতক খবর,১ ফেব্রুয়ারিঃ হালকা শীতের আমেজ গায়ে লাগিয়ে সামনে করে শুরু হল জগদ্দল উৎসব। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নানান অনুষ্ঠান। আজ শ্যামনগর অন্নপূর্ণা মাঠে শুরু হলো প্রথম বর্ষ জগদ্দল উৎসব। এই উৎসবটি কে ঘিরে এলাকাবাসীর মধ্যে আলাদা উন্মাদনা। আজ জগদ্দল উৎসবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা পদ্মশ্রী প্রাপক পন্ডিত অজয় চক্রবর্তী ও খ্যাতনামা ফুটবলার জগদ্দল এর ভূমিপুত্র সুব্রত ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

অনুষ্ঠানের মধ্যেই মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা সভাপতি তাপস রায়, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও বিভিন্ন বিধায়ক ও পুরসভার অন্যান্য চেয়ারম্যান কাউন্সিলররা। মন্ত্রী-চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই উৎসবের প্রথম দিনেই উপস্থিত থাকতে পেরে খুব আনন্দিত।