নাঙা হাড় জেগে উঠেছে
তমাল সাহা

সমাজ রাষ্ট্র তো বটেই রাজনৈতিক বেলেল্লাপনার পশ্চাতে লাথি মেরে
যৌনতায় মধ্যবিত্তীয় ধ্যান ধারণার সংকীর্ণতাকে পদাঘাত করে তুমি বুঝিয়ে দিয়েছিলে
আসলে এটি রামায়ণ চামারের গল্প হয়ে উঠতে পারতো
চেটে চুষে চিবিয়ে গিলে তুমি অদ্ভুতভাবে উপভোগ করেছ এই দুনিয়া
তেজস্ক্রিয় আবর্জনায় যখন পূর্ণএই ধরিত্রী, এই মহাকালে রং যখন সতর্কীকরণের চিহ্ন তখন তুমি দেখেছো হারাণ মাঝির বিধবা বউয়ের মড়া বা সোনার গান্ধী
আর কেউ না দেখলেও তুমি দেখতে পেয়েছ
পরীজাতক রানি নিমকহারামি করে চলে গেছে
নাঙা হাড় জেগে উঠেছে….

আরে মশাই,লোকটা মরে গেছে।
এখনো না পড়লে তাকে পড়ে ফেলুন।

আমি জানিনা এগুলো পদ্যের না গদ্যের লাইন!

মশায় রাস্তার কুত্তাটাও লাথি খাইয়া দাঁত বাহির করে, তো আপনে হিউম্যান বিং….

লোক আমাকে ঠকায় জেনেও আমি তাদের বিশ্বাস করে ঠকি। আমি দেখতে চাই আর কতবার মানুষ আমাকে ঠকায়।

লোকটা আমাদের পক্ষে বিপজ্জনক কেন বলুনতো? ভুলে যাচ্ছেন কেন, লোকটা চিন্তা করে।

গুলিটা তোমাকেই প্রথম করতে হয়। ও পক্ষ কী করবে তার জন্য অপেক্ষা করা চলে না‌।

৩৬ বছর রগড়ারগড়ির পরে
সতীত্ব কি রাখবো অপর্ণা কোল্ড ক্রিম আপনার ত্বকের গভীরে কাজ করে।

কি জানি কেন বলে তোমার গদ্য নাকি অ্যান্টি!
সমাজ রাষ্ট্র রাজনীতি যখন রাস্তায় উল্লাসে ঘুরে বেড়ায় পরে থাকে প্যান্টি
তুমি ছিলে বাস্তবতার গাদ্যিক তীব্রতার গ্যারান্টি।