অবতক খবর,৩১ মার্চঃ আজ থেকে শুরু হলো পাঁশকুড়া ব্লকে দুয়ারে সরকার কর্মসূচী।আজ আনুষ্ঠানিক ভাবে রাতুলিয়া আদিবাসী ল্যাম্পস এর সভাগৃহে সকাল ১০ টা থেকে শুরু হয়।পাশাপাশি প্রতাপপুর ২ গ্রামপঞ্চায়েতের ইন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে মোট ২ টি মূল ক্যাম্প করা হয়।পাশাপাশি মোবাইল ক্যাম্প দুটি পঞ্চায়েত এলাকায় ১২ টি ক্যাম্প করা হয়।এর আনুষ্ঠানিক সূচনা করেন বিডিও ধেনধূপ ভূটিয়া, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেক হানিফ মহম্মদ, জয়েন্ট বিডিও তনয় লাহা, গোবিন্দনগর পঞ্চায়েতের প্রধান কালীপদ মাঝি সহ বিশিষ্টজনেরা।

এদিন রূপশ্রী,যুবশ্রী,লক্ষ্মীভান্ডার,স্বাস্থ্যাস্থ্যসাথী,কৃষকবন্ধু,ভবিষ্যত ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পে নাম নথিভুক্তিকরণের জন্য সকাল থেকে ভিড় ছিলো চোখে পড়ার মতো।