অবতক খবর,১৯ নভেম্বরঃ‌ আজ থেকে একটানা দেড় মাসের জন্য বন্ধ সাঁতরাগাছি ব্রিজ।প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনার পর অবশেষে আজ থেকে সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজ শুরু হতে চলেছে। আজ মধ্য রাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করা হয় সাঁতরাগাছি ব্রিজ এলাকায়। আজ সকাল থেকে সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণ করা শুরু হবে। ১৯ তারিখ রাত ১১ থেকে ভোর ৫ টা অবধি সম্পূর্ণ বন্ধ।

এছাড়াও ওই দিন ভোর ৫ থেকে রাত ১১ টা পর্যন্ত কলকাতাগামী একমুখী লেন খোলা রাখা হবে। যে কদিন ব্রীজ মেরামতির কাজ চলবে সেই কদিন কোনো পণ্যবাহী ট্রাক চলতে দেওয়া হবেনা সেতুর উপর দিয়ে।সেক্ষেত্রে পণ্যবাহী ট্রাক রাত্রি দশটার পর কোলকাতার দিক থেকে চলাচল করতে পারবে। দ্বিতীয় সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড হয়ে জাতীয় সড়কের উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হবে। অপরদিকে পণ্যবাহী ট্রাক কলকাতায় ঢুকতে রাত্রি দশটার পর নিবেদিতা সেতু হয়ে। তবে আজ মধ্য রাতে ব্রিজ মেরামতির প্রস্তুতি চলছে জোরকদমে।