অবতক খবর,৩০ অক্টোবর: আজ খড়দহ বিধানসভা উপনির্বাচনে মকপোলের মাধ্যমে ভোট গ্রহণ পর্ব শুরু হয়। সকাল থেকে ভোটের লাইনে লম্বা ভোটাররা। সকাল থেকে খড়দা বিধানসভার বিভিন্ন বুথে বুথে ভোট পর্ব ঘুরে দেখছেন বিজেপির প্রার্থী জয় সাহা এবং ভোটারদের কোথায় কি অভাব-অভিযোগ সেটাও তিনি শুনছেন।

অন্যদিকে সকাল সকাল ভোট দিলেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা।

খড়দহ সূর্যসেন হাইস্কুলে ভোট দেন তিনি। ভোট দিতে এসে স্বামীর কথা মনে করে আবেগ তাড়িত হয়ে পড়লেন।

এদিকে যুগবেরিয়াতে বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

খড়দহ বিধানসভা কেন্দ্রের বুথে বুথে ঘুরে দেখলেন কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। বুথে ঢুকতে বাঁধা দেওয়া হয় শোভন চট্টোপাধ্যায়কে।

সূর্যসেন স্কুলের বাইরে ১০০ মিটারের মধ্যে শাসকদলের পোস্টার খুলিয়ে দিলো নির্বাচন কমিশন।

খরদা বিধানসভায় লেলিন গড়ে বুথ নাম্বার 233A ভোট কেন্দ্রের মধ্যে কন্যাশ্রীর বাইরের দেয়ালে লাগানো ছিল লক্ষীর ভান্ডারের ব্যানার। সংবাদ মাধ্যমের চোখে আসার পরেই তড়িঘড়ি খুলে ফেলল এক পুলিশ কর্মী।