অবতক খবর,৩১ ডিসেম্বর: অবরোধকারীদের দাবি মানলো রেল।আগামী সোমবার থেকে রানাঘাট শিয়ালদা ডাউন রানাঘাট লোকাল আগের মতই নির্দিষ্ট জায়গা থেকে ছাড়বে।

গতকালের পর আজ আবার রানাঘাট স্টেশনে রেল অবরোধ করলো নিত্যযাত্রীরা।আজকের এই অবরোধ শুরু হয় সকাল ৭টা থেকে।রেল অবরোধে ব্যাপকভাবে বিঘ্নিত হয় রানাঘাট-শিয়ালদা শাখার ট্রেন চলাচল। গতকালের পর আজকেও যাত্রী বিক্ষোভের কারণ একই। ৭টা ৩০ এর ডাউন রানাঘাট লোকালের প্ল্যাটফর্ম বদল।যাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে সাড়ে সাতটার ডাউন রানাঘাট লোকাল ছাড়তো ৫ নম্বর থেকে।কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ট্রেন ছাড়ছে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে।

যাত্রীদের দাবি,এর ফলে তাদের নানা অসুবিধা হচ্ছে।আর ট্রেনটিও ব্যাপকভাবে নোংরা থাকে।অবিলম্বে ডাউন রানাঘাট লোকালকে আবার ৫ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়তে হবে।গতকাল এই দাবি প্রায় মেনেও নিয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু আবার সেই আগের ঘটনারই পুনরাবৃত্তি হওয়ায় আগুনে
ঘৃতাহুতি পড়ে। এরপর নিত্যযাত্রীরা আবার অবরোধের সিদ্ধান্ত নেয়।রানাঘাট স্টেশনে বিক্ষোভের জেরে আটকে পড়ে কৃষ্ণনগর,শান্তিপুর ও লালগোলা প্যাসেঞ্জার।আটকে পড়ে
ভাগীরথী এক্সপ্রেসও।