অবতক খবর :: নদীয়া :: শান্তিপুরের গোপালপুর নিবাসী সাহা এস্টেটের পূর্ব পুরুষদের মূল ব্যাবসাকেন্দ্র ছিলো বড়বাজারের কাছে সিদ্ধেশ্বরী তলায়।এখনও এঁদের এখানে কয়েকটি দোকান ও ঘর আছে।১৬৫ বছর আগে কুন্জবিহারী সাহা অন্নপূর্ণা পূজোর সৃষ্টি করেন।পুজোয় সামিল করেন এলাকার ব্যাবসায়ীদেরও।

ব্যাবসায়ীদের মধ্যে ছিলেন স্থানীয় স্বর্নকার ও কাঁসারীরাও।কালক্রমে জমিদারী প্রথার বিলোপ হলে সাহাদের কাছ থেকে পুজো স্বর্ণকারদের পরিচালনায় যায়।এখন বঙ্গীয় স্বর্নশিল্পী সমিতি(শান্তিপুর শাখা) পরিচালনায় হয়পুজো ।

আজ সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন পৌরপ্রধান অজয় দে।উপস্থিত ছিলেন কবি স্বপন রায়,শিক্ষাবিদ ইন্দুজ্যোতি কুন্ডু,বাগআঁচরা রামকৃষ্ণ সারদা আশ্রমের মহারাজ,বড়গোস্বামী ট্রাস্টের সম্পাদক পান্নালাল গোস্বামী প্রমুখ।