অবতক খবর , পিন্টু প্যাটেল , বর্ধমান :- সারা ভারতের কৃষক আন্দোলনের এবং আজকের ধর্মঘটের সমর্থনে পথে নামলো বামপন্থী সারা ভারত কৃষকসভা। কৃষকসভার কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে শক্তিগড়ে।ব্যস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। আটকে পড়ে যানবাহন।

কেন্দ্রের কৃষক বিরোধী নীতির প্রতিবাদ জানাচ্ছেন তারা। একইসাথে আজকের সারা ভারতের ধর্মঘটে সংহতি জানাচ্ছেন।

দিল্লিতে আন্দোলনরত কৃষকদের আন্দোলনেও সমর্থন জানান তারা।অবরোধ হয় গুসকরা রোডের বরা চৌমাথায়।সংগঠনের কর্মী সমর্থকেরা আজ সকাল থেকে বর্ধমান গুসকরা জাতীয় সড়কের বরা চৌমাথার মোড়ে পথ-অবরোধ করেন। এদিন আন্দোলনের সমর্থনে শক্তিগড়েও মিছিল করে সারা ভারত কৃষকসভা।

এদিন সকাল আটটার পর থেকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন কৃষকসভার কর্মীরা।রাস্তা আটকে পড়ে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সংগঠনের নেতা বামাচরণ বন্দোপাধ্যায় বলেন; কেন্দ্রের কৃষি বিল কৃষকের জীবনে চরম বিপন্নতা নামিয়ে এনেছে। তাই আজ দিল্লিসহ গোটা দেশে কৃষকের রাজপথে। আন্দোলনরত দের সমর্থনে আজ পথে নামলেন তাঁরাও।