অবতক খবর,১৮ নভেম্বর,নববারাকপুর: নিউ বারাকপুর সাজিরহাটে আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের স্টুডেন্টস ইউনিয়ন এবং কমন রুমের নবরুপে সংস্কার সুসজ্জিত আধুনিকিকরন করে শুভ উদ্বোধন করেন নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা।বৃহস্পতিবার দুপুরে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রাক্তন পুর প্রতিনিধি সুখেন মজুমদার, কলেজের গর্ভনিং বডির সভাপতি ড. নিখিল চন্দ্র হালদার, কলেজের অধ্যক্ষ ড.শক্তিব্রত ভৌমিক, পুরপিতা মনোজ কুমার সরকার,ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সুমন দে সহ ছাত্র সংসদের সদস্যরা।ঝকঝকে চকচকে টাইলস বসিয়ে ছাত্র সংসদের কক্ষ ফলক উন্মোচন করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা।

পুরপ্রধান প্রবীর সাহা বলেন, কলেজ আরও উন্নততর হোক এগিয়ে যাক। নিউ বারাকপুর শহরে শিক্ষা বিস্তারে ন্যাকের এ গ্রেড সারা বিশ্বের বুকে মহাবিদ্যালয়ে যথেষ্ট সুনাম রয়েছে। বিশ্ব বিদ্যালয়ের টপারে উচ্চ প্রশংসীত ।দুর দুরান্ত থেকে উচ্চ থেকে স্নাতক স্তরে ছেলে মেয়েরা পড়াশোনা করে সফল কৃতীরা শহরের নাম মুখ উজ্জ্বল করেছেন। ১৯৬০ সালে স্হাপিত আচার্য প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়।ধীরে ধীরে শিক্ষার প্রগতির মধ্যে দিয়ে কলেজ এগিয়ে চলেছে। মহাবিদ্যালয়ে তহবিল প্রাপ্ত অর্থে নবরুপে সংস্কার আধুনিকিকরন ও সুসজ্জিত করা হল স্টুডেন্টস ইউনিয়ন র রুম এবং কমন রুম। এরপর ছাত্র সংসদ সদস্যদের সাথে কিছুটা সময় ক্যারাম এবং টেবল টেনিস খেলেন।