অবতক খবর,১৫ ফেব্রুয়ারি, মালদা:- মালতিপুর বিধানসভা কেন্দ্রের ক্ষেমপুর অঞ্চলের সামসি পার্শবর্তী কান্ডারণ ভেস্টপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হয় ৩টি বসতবাড়ি এবং বাড়িতে থাকা আসবাবপত্র ।ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত তিনটি বসতবাড়ি এবং বাড়িতে থাকা আরো জিনিসপত্র। মঙ্গলবার ভোরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে চাঁচোল ২ নং ব্লকের ক্ষেমপুর অঞ্চলের ভেস্টপাড়া গ্রামের আব্দুস সামাদ ও সেরিনার বাড়িতে এলাকাবাসী ও পরিবার সূত্রে যানাযায় সকালের খাবার উনুনে রান্না করে তারা সকলে বাড়ির বাইরে কাজ করে উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে সেই মুহূর্তে পরিবারের সকল সদস্য কৃষি কাজে ব্যস্ত থাকলে পরিবারের একজনের চোখে সেই দৃশ্য পড়ে তখনই তিনি চিৎকার শুরু করেন এবং পরিবারের বাকি লোকজনকে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন মুহূর্তের মধ্যে তিনটি বাড়ি পুড়ে যায় ঘটনায় লক্ষাধিক টাকার সহ সকল খাদ্য সমগ্রিক চাল ডাল ধান ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় ,তবে এলাকাবাসী ও দমকল তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনা শুনে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে পৌছান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতি পুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী।তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে জামা কাপড় ও ত্রিপল খাদ্যসামগ্রি এবং কিছু অর্থ তুলে দেন ও সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক ।