অবতক খবর ,সংবাদদাতা , মুর্শিদাবাদ – আগুনে পুড়ে ভষ্মীভূত হল ২ টি বাড়ি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকল শহরের বসন্তপুর গাবতলা এলাকায়।

জানা যায়, রান্না করছিল বাড়ির গৃহবধূ এমন অবস্থায় রান্নার আগুন থেকেই বাড়িতে আগুন লাগে। অনেকে আবার ধারণা বাড়ির পাশেই বাচ্চারা আগুন নিয়ে খেলা করতে করতে আগুন ছড়িয়ে পড়ে।

 

আসলে কিভাবে আগুন লেগেছে সেটা সকলেরই অজানা। এই ঘটনায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি। তাদের ভরসা সরকারি সাহায্য। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে।