সৌভিক দত্ত : অবতক খবর : ডুয়ার্স :     নব ঘোষিত বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন তা নিয়ে চলছে রাজনৈতিক মহলের জল্পনা। মহকুমা শাসকের নির্দেশে জলপাইগুড়ি জেলার নব গঠিত বানারহাট পঞ্চায়েত সমিতি গঠন এখন দোরগোড়ায়। আগামী ২৪ তারিখ
এই পঞ্চায়েত সমিতি গঠন নিয়ে চলছে প্রশাসনিক দৌড়ঝাপ।

আসন সংখ্যার বিচারে এই পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা হল ২১. যার মধ্যে ১৫ টি আসন রয়েছে শাসক দল তৃনমূলের হাতে ও বাকি ছয়টি রয়েছে বিজেপির হাতে। বোর্ড গঠনের ম্যাজিক ফিগার ১১। সুতরাং বোর্ড যে তৃনমূলের হতে চলছে তা একপ্রকার নিশ্চিত।

তবে কে হবে নতুন পঞ্চায়েত সমিতির প্রথম বারের সভাপতি? তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোড় জল্পনা। সভাপতি পদনিয়ে তৃণমূলের অন্দরেই চলছে টানা পোড়েন। চা-বলয় অধ্যুষিত এই পঞ্চায়েত সমিতির সভাপতির দৌড়ে শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম। তবে অভিজ্ঞতার দৌড়ে এগিয়ে রয়েছেন জলপাইগুড়ি বনদপ্তরের অনারারী ওয়ার্ডেন তথা অবিভক্ত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির খাদ্য-কর্মাধ্যক্ষা সীমা চৌধুরী। বিগত ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার দৌরে ছিলেন সীমা দেবি তবে শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতির অন্যতম গুরুত্বপূর্ণ পদ খাদ্য কর্মাধক্ষের পদ তাকে দেয় দল। তাই তৃণমূলের বিচক্ষণ এই নেত্রীই এবার বানার হাট পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

তবে পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন তা দলের কোর কমিটি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তৃনমূলের বানারহাট ব্লক সভাপতি নয়নদত্ত।