অবতাক খবর, সংবাদদাতা ::  একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ১লা  জুন, সোমবার থেকে পরিবহণ দফতর ও হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির উদ্যোগে ফেরি সর্ভিস শুরু করা হবে। রাজ্য পরিবহন দফতর ফেরি পরিসেবাকে ছাড়পত্র দিয়েছে বলে জানা গেছে।

তবে এই ফেরি পরিসেবা সিিচালু করা হলেও এটি বেশ কয়েকটি বিধি মেনে চলবে । পরিবহণ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, ৪০ শতাংশের বেশি যাত্রী তোলা যাবে না লঞ্চে। এছাড়া যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সেইসঙ্গে প্রত্যেক যাত্রীর মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক। সকাল আটটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত চলবে ফেরি। এক ঘণ্টা অন্তর লঞ্চ পরিষেবা মিলবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। এ ব্যাপারে ইতিমধ্যেই সমস্ত পুরসভা, জেলা পরিষদকে অবগত করেছে পরিবহণ দফতর। তবে অন্যান্য জেলার ফেরি সার্ভিস নিয়ে পরিবহণ দফতর এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।

আপাতত যে ন’টি রুটে ফেরি সার্ভিস শুরু হবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। সেগুলি হল-

১. হাওড়া-শিপিং
২. হাওড়া-ফেয়ারলি প্লেস
৩. ফেয়ারলি-কুঠিঘাট (ভায়া রতনবাবুর ঘাট, বাগবাজার এবং কাশীপুর)
৪. কুঠিঘাট-বেলুড়
৫. নুরপুর-গাদিয়ারা
৬. নাজিরগঞ্জ-মেটিয়াবুরুজ
৭. রামকৃষ্ণপুর-চাঁদপাল
৮. চাঁদপাল- হাওড়া (ভায়া ফেয়ারলি)
৯. হাওড়া-বাগবাজার (ভায়া শোভাবাজার, আহিরিটোলা)।