অবতক খবর,১৯ জুলাই,মধ্যমগ্রাম : প্রাথমিক বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যম স্কুলের চালু হওয়ার ফলে আগামী প্রজন্মের ছেলে মেয়েরা সুশিক্ষিত হবে একই স্কুলের দুটো মাধ্যমে থেকে।বুধবার সকালে মধ্যমগ্রাম পুরসভার ২৮ নং ওয়ার্ডে সাহাড়া বিদ্যাভবনের নবনির্মিত প্রথম তল ভবনের শুভ উদ্বোধন করে কথাগুলি বলেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ ।মন্ত্রী বলেন যেহেতু বিদ্যালয়ে ছেলে মেয়ের সংখ্যা বেশি।

এলাকায় অর্থনৈতিক ভাবে স্বচ্ছল মানুষের বাস। এলাকার মানুষের চাহিদা ছিল ইংরেজি মাধ্যম স্কুলে চালু হোক। সকালে প্রাথমিক বাংলা এবং পরে ইংরেজি মাধ্যম স্কুল চালু হওয়ার অভিভাবক রা ও খুশি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে বিদ্যালয়ের পরিকাঠামো গত উন্নয়নে রাজ্যের সর্বশিক্ষা মিশনের বরাদ্দ কৃত অর্থানুকূল্যে প্রাথমিক বিদ্যালয়ের ডিআই, এসআই, পুরসভার পুরপ্রধানের, পুর প্রতিনিধির উপস্থিতিতে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।মন্ত্রী বলেন আমরা আগামী প্রজন্মের কথা বারবার বলে থাকি।ছেলে মেয়েরা বড় হবে। স্কুলে অনেক বাচ্চা রয়েছে। সেই অনুপাতে শিক্ষক কম ঠিকই। আমরা হয়ত থাকব না। আগামী প্রজন্ম সুশিক্ষিত হবে একই স্কুলের দুটো মাধ্যম থেকে।