অবতক খবর,মৃন্ময় লাহিড়ী, কল্যাণী,নদীয়া,২০ নভেম্বর: আগামী ২১শে নভেম্বর থেকে কল্যাণী সিভিক সেন্টার ময়দান(সেন্ট্রাল পার্ক)-এ শুরু হতে চলেছে ৭ম তম কল্যাণী বই উৎসব। যা চলবে আগামী ২৮শে নভেম্বর পর্যন্ত।

কল্যাণী পৌরসভার পরিচালনায় এবং কল্যাণী সেন্ট্রাল পার্ক লাইব্রেরীর সহযোগিতায় এই বই উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীকাল বিকেল চারটেয় এই বই উৎসবের শুভ উদ্বোধন। উদ্বোধন করবেন আনন্দ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক মাননীয় নলিনী বেরা। এছাড়াও উপস্থিত থাকবেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মানুষ কুমার সান্ন্যাল, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিকাশ চন্দ্র সিন্হা মহাপাত্র, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিমাই চন্দ্র সাহা, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈকত মিত্র, শ্রী হরিগুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তপন কুমার বিশ্বাস, দূরদর্শন সহ-কধিকর্তা অরুনাভ রায়, নদীয়া জেলা পরিষদের সভাপতি রিক্তা কুন্ডু, নদীয়া জেলা শাসক শশাঙ্ক শেঠী, রানাঘাট পুলিশ জেলা এসপি সায়ক দাস, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ, নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, কল্যাণী মহকুমা শাসক হীরক মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই বই উৎসবের মিডিয়া পার্টনার অবতক খবর।