অবতক খবর,২ জানুয়ারি,বাঁকুড়া:- রাজ্যজুড়ে আংশিক লকডাউন তেসরা জানুয়ারি থেকে লাগু করা হলো যার ফলে পর্যটন শিল্পে এক ব্যাপক ক্ষতির সম্ভাবনা, এই শিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী থেকে হোটেল ব্যবসায়। কারণ ইতিমধ্যেই হোটেলের বুকিং ক্যানসেল হতে আরম্ভ করেছে এমনটাই দাবি হোটেল ব্যবসায়ীদের ।

অন্যদিকে বাঁকুড়া জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোয় ছিল মূলত ডিসেম্বর-জানুয়ারি এই দুইটি মাসের উপরে নির্ভর করে পর্যটন শিল্পের এক আর্থিক উন্নয়ন দেখতে পায় এখানকার ছোট-বড়-মাঝারি ব্যবসাদাররা, সে ক্ষেত্রে এই আংশিক লকডাউন এর বিধি নিষেধে কার্যত তাদের মাথায় হাত পড়ল ব্যবসায়ীদের এমনটাই দাবি তাদের ।

মন্দির নগরী বিষ্ণুপুর ঘুরতে এসে মৈত্রী চক্রবর্তী মৌমিতা লাহা জানান বিষ্ণুপুরে ঘুরতে এসেছিলাম সম্পূর্ণ ঘোরা হয়ে ওঠলো না তার আগেই শুনেছি আংশিক লকডাউনের কথা যে কারণেই আবার ফিরে যেতে হচ্ছে হোটেল বুক করেছিলাম তা আবার ক্যানসেল করতে হলো ।