অবতক খবর,৩ জানুয়ারি : বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার দ্বিতীয় দিনেই ঘটলো বিপত্তি! ট্রেন লক্ষ করে ছোঁড়া হল পাথর। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার দিকে বন্দে ভারত এক্সপ্রেস যাওয়ার সময় সেটিকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। সূত্রের খবর, এদিন বিকেল পাঁচটা ১০ মিনিট নাগাদ কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারতের ট্রেনের শেষের দিক থেকে দ্বিতীয় কামরা সি-১৩ কোচকে উদ্দেশ্য করে পাথর এসে পড়ে। তার জেরে ওই বগির দরজার কাঁচ ভেঙে যায়। চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে কোনও যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে কোনো খবর মেলেনি।

যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। রেলের তরফে এই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, এদিন এই ঘটনার জেরে বোলপুর স্টেশনে ট্রেনটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সেন্সর অটোমেটেড দরজা বন্ধ করতে সমস্যা হচ্ছিল বলে খবর। এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, পাথর ছোড়ার খবর পেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা পাথর ছুড়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।