আজিম শেখ,বীরভূম ::- ২৮ নভেম্বর বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা পঞ্চায়েতের নবগ্রাম ভবাপাগলার আশ্রমে বীরভূম জেলা আইনি পরিষেবা সংস্থার পরিচালনায় ও ন-পাড়া মহিলা কল্যান সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো আইনি স্বচেতনতা শিবির ৷ দুঃস্থ ছেলে মেয়ে যাঁরা দারিদ্রতার কারনে পড়াশুনা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত সরকার তাঁদের পাশে দাঁড়ায় ৷ কিন্তু গ্রাম বাংলার প্রধান সমস্যা তাঁরা সেই সাহায্যের দরজা খুঁজে পায়না ৷ এই সমস্যার কথা মাথায় রেখে ন-পাড়া মহিলা কল্যান সমিতি এগিয়ে এলো ময়ূরেশ্বর ২ নং ব্লকের গ্রামে গ্রামে ৷

তাঁদের পুঙ্খানুপুঙ্খ খোঁজে দেখা গেলো ময়ূরেশ্বর ২ নং ব্লকের দশজন ছেলে মেয়ে যাঁরা প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে পড়াশুনা করে কিন্তু টাকার অভাবে বিদ্যালয়ে, টিউশনে যেতে পারছেনা এবং খাতা পেন কিনতে পারছেনা ৷ তাই তাদের কথা চিন্তা করে তাঁদের মধ্যমিক পর্যন্ত দায়িত্ব নিলো ন-পাড়া মহিলা কল্যান সমিতি ৷ আইন সম্পর্কে মানুষকে বোঝানো হয় এবং মানুষজনদের আইনি সাহায্যের কথা জানানো হয় সচেতনতা শিবিরে ৷

আনুষ্ঠানিক ভাবে তাদের এই দায়িত্ব গ্রহনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অাইনি পরিষেবা সংস্থার সচিব ও বিচারক দেবজ্যোতি মুখার্জী , জেলা প্রোটেকশন অফিসার আই ভি আচার্য্য , আইন অভিজ্ঞ মানুষ তপন কুমার রায় (এল.এল.বি , এল.এল.এম) , ময়ূরেশ্বর থানার অাধিকারিক তাপাই বিশ্বাস ,ন-পাড়া মহিলা কল্যান সমিতির সহ সম্পাদিকা পম্পা ভদ্র সহ প্রমুখ গুনিবর্গের একাংশ ৷