অসহায় হয়ে পড়া পরিবারের পাশে মৌনাক রাইস মিল ও মোহনপুর জাগরণী সংঘ

অবতক খবর, সংবাদদাতা ::  রায়না ২ ব্লকের মোহনপুর জাগরণী সংঘের উদ্যোগে মৌনাক রাইস মিলের সহযোগিতায় মোহনপুর গ্ৰামে লকডাউনের ফলে অসহায় হয়ে পড়া পরিবার গুলোর কথা ভেবে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।
জানা গেছে মোহনপুর গ্ৰামের অসহায় হয়ে পড়া পরিবার গুলোর কথা ভেবে এলাকার মৌনাক রাইস মিল মোহনপুর জাগরণী সংঘের হাতে ৫ কেজি করে ২২০ প্যাকেট চাল ও ১ কেজি করে ২২০ প্যাকেট মুসুর ডাল তুলে দেন।

এরপর ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে সেই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল এলাকায় অসহায় পরিবার গুলোর হাতে। উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক নেপাল ঘরুই, মৈনাক রাইস মিলের কর্ণধার শ্রী কাশীনাথ হাটি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনসার আলি খাঁ, রায়না দুই ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মির্জা সাকির হোসেন, কার্যকারী সভাপতি সৈয়দ কলিমুদ্দিন,পহলানপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সত্যজিৎ ব্যানার্জি, আরুই অঞ্চলের প্রধান সঞ্জয় পোরেল,পহলানপুর গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান সুব্রত সরকার,ক্লাবের সভাপতি নিখিল কুমার দে সহ অন্যান্যরা।