অবতক খবর,২৪ জুলাইঃ এদিকে আদালতের রায়দানের পর রবিবার সন্ধের দিকে অর্পিতাকে নিয়ে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেয় ইডি-র কনভয়।

জানা গিয়েছে, তিনটি গাড়ির কনভয় বের হয়। একটি গাড়িতে অর্পিতা এবং নিরাপত্তারক্ষীরা ছিলেন। অন্য গাড়ি দু’টিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাবাহিনী ছিল। এরপর মা উড়ালপুল হয়ে বেলেঘাটা বাইপাস ধরে সল্টলেকে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে। আচমকা বাঁ দিক থেকে একটি গাড়ি অর্পিতার কনভয়ের সামনে চলে আসে। কনভয়ের প্রথম গাড়িতেই ছিলেন অর্পিতা।

এরপর সেই গাড়িতেই ধাক্কা মারে ওই গাড়িটি। সঙ্গে সঙ্গে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তারপর কনভয়ের অন্য গাড়িগুলির সঙ্গেও ওই গাড়ির ধাক্কা লাগে। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিল কনভয়টি।

তারপর ফের সিজিও-র উদ্দেশ্যে তা রওনা দেয়। তবে এই দুর্ঘটনার জেরে কেউ চোট পাননি বলেই জানা গিয়েছে।

সল্টলেক স্টেডিয়ামের 4 নম্বর গেট এবং আমরি হাসপাতাল এর সামনে হয়েছে দুর্ঘটনা।