অবতক খবর,২২ সেপ্টেম্বর: ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অ্যাকাউন্ট বিভাগের কর্মী মধুসূদন মুখার্জিকে গ্রেপ্তার করল সিবিআই।তার বাড়ি ব্যারাকপুরে এসএন ব্যানার্জি রোডের চার্নক পুলিশ ফাঁড়ির পিছনের গলির একটি আবাসনে। ২০১৭ সালের আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার করা হয় রাইফেল ফ্যাক্টরির অ্যাকাউন্টস বিভাগের এই কর্মীকে। প্রাথমিকভাবে জানা গেছে, ১ কোটি ৭০ লক্ষ টাকা তছরুপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।
গতকাল জিজ্ঞাসাবাদের জন্য তাকে সিবিআই দপ্তরে ডাকা হয়েছিল। সেখানেই তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় গ্রেপ্তার করা হয় তাকে।
ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌর পিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষ জানান, সংবাদ মাধ্যমের সূত্রে তিনি জানতে পেরেছেন তারই ওয়ার্ডের বাসিন্দা মধুসূদন মুখার্জি গ্রেপ্তার হয়েছেন আর্থিক তছরুপের ঘটনায়।