অবতক খবর :: জলপাইগুড়ি :: ৯ জুলাই ::    জলপাইগুড়ি জেলার তৃণমূলের নতুন জেলা কমিটি গঠন হল বুধবার। তিন মন্ত্রী ও জেলা সভাপতির উপস্থিতিতে প্রায় এক বছর পরে জেলা কমিটি ঘোষনা করা হল। দলের সাংগঠনিক হিসেবে ১৪ টি সাংগঠনিক ব্লক সভাপতির নাম ঘোষনা করা হয়। ।

২০১৯ সালের ৬ আগষ্ট তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী দায়িত্ব নেয়। এরপর জেলার কমিটি তৈরিকে কেন্দ্র করে বার বার গোষ্ঠী দ্বন্দের অভিযোগ উঠে। এদিন সমাজ পাড়ার জেলা তৃণমূলের কার্যালয়ে বৈঠকে বসেন রাজ্যের পূর্ত মন্ত্রী তথা জেলার দলের পর্যবেক্ষণ অরূপ বিশ্বাস। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গে তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান তথা পর্যটক মন্ত্রী গৌতম দেব, মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী প্রমূখ।

মিটিং থেকে জেলার ব্লক সভাপতিদের নাম ঘোষনা করেন জেলার সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। তিনি বলেন, তৃণমূলের সদর ব্লক সভাপতি তরুন বসু বিশ্বাস, কার্যকরী সভাপতি নুরজাহান বেগম, জলপাইগুড়ি টাউন তৃণমূলের চেয়ারম্যান সোমনাথ পাল, সভাপতি ননী সরকার, কার্যকারী সভাপতি পল্লব দাস, ময়নাগুড়ি ব্লক এক দলের চেয়ারম্যান সুভাষ বসু, সভাপতি মনোজ রায়, কার্যকারী সভাপতি গোবিন্দ পাল। ময়নাগুড়ি ব্লক দুই এর সভাপতি শিব শঙ্কর দত্ত।

নাগরাকাটা দলের সভাপতি মনোজ মুন্ডা, কার্যকারী সভাপতি অসিতাভ বসু। মাল টাউন সভাপতি স্বপন সাহা, কার্যকরী সভাপতি সঞ্জয় তিন্দো। মাল রুরাল ব্লক সভাপতি তলাম ঘোষ৷ ক্রান্তি সভাপতি মহাদেব আলম। কার্যকরী সভাপতি কস্তব রায়। ধুপগুড়ি টাউন ব্লক সভাপতি অনিল চক্রবর্তী, কার্যকরী সভাপতি দেবদুলাল ঘোষ।

ধুপগুড়ি রুরাল ব্লক সভাপতি ধজেন্দ্রনাথ রায়। মেটলি ব্লক সভাপতি আশিস কুন্ডু। বানারহাট ব্লক সভাপতি নারায়ন দত্ত, কার্যকরী সভাপতি সুজিত ছেত্রী ও সাগর গুরুং। রাজগঞ্জ ব্লকের চেয়ারম্যান মুসারফ হুশেন, সভাপতি লক্ষী মোহন রায়। সদর দুই ব্লক সভাপতি প্রসন দেব দাস। এদিন ব্লক কমিটির ঘোষনার পরেই ময়নাগুড়ির বেশ কিছু তৃনমুল কর্মী ক্ষোভে ফেটে পরেন ময়নাগুড়ির সভাপতি ঘোষনার বিরোধীতায়।