অবতক খবর,২২ জুলাইঃ মেঘ ভাঙা বৃষ্টিতে কয়েকদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা। প্রতি বছরের মতোই হাজার হাজার মানুষ জীবনের ঝুকি নিয়ে উঠতে শুরু করেছেন অমরনাথ দর্শনে৷ আবার যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যে সবরকম প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়েছে অমরনাথ সাইনবোর্ড৷

এর পাশাপাশি যারা অমরনাথ দর্শনে আসছেন তাদের চিকিতসার জন্যে প্রতি বছরের মতো এবছরেও হাজির হয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে সাধারন তীর্থযাত্রী  ও যে সব সন্নাসী অমরনাথে আসছেন তাদের গরমের জেকেট দেওয়া হচ্ছে সঙ্ঘের পক্ষ থেকে।

এর পাশাপাশি চন্দনবাড়িতে সঙ্ঘের মেডিক্যাল ক্যাম্প থেকে সবরকম প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন মাস্ক দেওয়া হচ্ছে৷ মেডিক্যাল ক্যাম্পের দায়িত্বে থাকা স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, তীর্থযাত্রীদের বিনামূল্যে শীতের পোশাক, ঔষধের পাশাপাশি তাদের গরম চা দেওয়া হচ্ছে চন্দনবাড়ি ক্যাম্প থেকে। পাহাড়ের উপরে ওঠার সময় যাতে শ্বাস কষ্ট না হয় তার জন্যে প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন মাক্স দেওয়া হচ্ছে।