আজ সমস্ত অভিযোগ স্বীকার করে নিতে চাই। খোলাখুলি কথা বলি আজ। আমি সময়ের ঘটনার দাস শুধু নই, ক্রীতদাস। মানুষের ক্রিয়া-প্রতিক্রিয়া লেখাই আমার কাজ

অভিযোগ
তমাল সাহা

(ভালোবাসার মানুষই অভিযোগ করে)

প্রিয় পাঠক,
অনেকের অভিযোগ
এসব ছাড়া প্রেমের কবিতা
কি লিখতে পারেননা আপনি?

হতবাক হই না আমি
যা লিখি প্রেমের বশেই তো,
এই মাত্র জানি।

প্রেম কাকে বলে?
সময়ের সঙ্গে আমার প্রেম
ঘটনার সঙ্গে আমার ভালোবাসা।
মানুষের সঙ্গে আমার প্রেম
তাদের আশ্রয়েই আমার বাসা।

নারী, ফুল, শিশু
নদী, অরণ্য, পাহাড়
এ ভালোবাসা তো সার্বজনীন।
মানুষের দুঃখ,বিষাদ, লড়াইয়ের কাছে
আমার চিরঋণ।

এসব আমি ভালোবাসি
নারীটিও থাকে আমার পাশে।
অক্ষর সাজাতে সাজাতে ক্লান্ত হলে
তাকিয়ে থাকি অর্ধেক আকাশে

ভালোবাসা ছাড়া
দিনরাত হয় নাকি?
আলো আঁধারির
এ এক অপূর্ব খেলা।
শব্দশ্রমিক আমি
কলমে নিপুণ অক্ষর সাজাতে চাই
তবুও পারি কোথায়?
কাছে এসে গেলো সূর্যাস্ত বেলা।

চুম্বন স্পর্শ অঙ্গরাগ
কে না ভালোবাসে!
তাইতো তুমি দেখো
পাখিটি পাখিনীর
ঘনিষ্ঠ হয়ে আসে।

এই প্রৌঢ় বেলায়ও
সূর্যোদয় দেখবো বলে সমুদ্রতটে যাই।
পাশে নারীটি হাত স্পর্শ করে—
বলি, বালু পায়ে হাঁটি
চলো, আরো দূরে যাই।