নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২১ নভেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: স্বামী ছেড়ে চলে গেছে,থাকার জন্য ঘর টুকু পর্যন্ত নেই তাই কুড়ি দিনের কন্যাসন্তানকে মাত্র 15000 টাকায় বিক্রি করে দিলো মা। এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুলিশ বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করে।

পাশাপাশি শিশুটির মা ও এক নিঃসন্তান দম্পতি কে বাচ্চাটিকে কেনার অপরাধে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার অন্তর্গত মাধবপুর গ্রামের ঘটনা।বুধবার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এলাকার কিছু যুবক বারুইপুর থানায় গিয়ে অভিযোগ করে, তাদের প্রতিবেশী পূজা নস্কর তার কুড়ি দিনের কন্যাসন্তানকে বিক্রি করে দিয়েছে। এর পরেই বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করে।

তারা কল্যাণপুরে গিয়ে পূজা নস্কর কে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে সঙ্গে নিয়ে রওনা দেয় যাদের কাছে শিশুটিকে বিক্রি করেছিল পূজা। পুলিশ পূজাকে দিয়ে ফোনে যোগাযোগ করায় বিশ্বদেব সরদার নামে বাসন্তীর চুনো খালির বাসিন্দার সঙ্গে। বিশ্বদেব সরদা ও তার স্ত্রী কুড়ি দিনের কন্যাসন্তানকে কল্যাণপুর থেকে কিনে নিয়ে গিয়েছিলেন। তাকে ও তার স্ত্রীকে বাচ্চাটা নিয়ে ক্যানিংয়ের দিকে আসতে বলে পূজা।

ক্যানিং এলাকা থেকে ওই নিঃসন্তান দম্পতি কে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। সাথে উদ্ধার হয় বিক্রি হওয়া শিশু কন্যাটি। শিশুকন্যা বিক্রির অপরাধে তার মা পূজা নস্কর কে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি বাসন্তী থানার অন্তর্গত চুনোখালি বোরিয়ার বাসিন্দা বিশ্বদেব সরদার ও তার স্ত্রীকে কন্যা সন্তান কেনার অপরাধে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মাত্র 15000 টাকা দিয়ে ওই শিশুটিকে কিনেছিল বাসন্তীর ঐ নিঃসন্তান দম্পতি।