অবতক খবর,৫ ডিসেম্বর: অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে। গা জোয়ারি করলেই কড়া ব্যবস্থা নেবে দল। বিরোধী দলের কর্মী-সমর্থকদের বাড়িতেও প্রচারে যেতে হবে। কলকাতা পুরভোটের আগে দলীয় প্রার্থীদের সামনে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভোটের স্ট্রাটেজি ঠিক করতে ১৪৪ জন তৃণমূল প্রার্থীকে নিয়ে বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস।

এদিকে আবার পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণা পর অসন্তোষ দেখা দিয়েছে ঘাসফুলশিবিরে। তৃণমূলের বেশ কয়েকজন বিক্ষুদ্ধ নেতা বিভিন্ন ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। বাদ যাননি শাসকদলের বর্ষীয়ান নেতা, সদ্য প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীর ওয়ার্ডেই নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। বিক্ষুদ্ধ দ্রুত মনোনয়ন প্রত্যাহারের নির্দেশই শুধু নয়, পুরভোটে দল হারানোর চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বলে সূত্রের খবর।