অবতক খবর,২১ ফেব্রুয়ারিঃ রাজ আমলের তৈরি কোচবিহার বিমানবন্দর দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। রাজ্য এবং কেন্দ্রের টানা বহালে বারবার শুরু হয়েও বন্ধ হয়ে যাচ্ছিল বিমান পরিষেবা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিমানবন্দর পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের উরান প্রকল্পের আওতায় কোচবিহার থেকে কলকাতা অব্দি নয় আসন বিশিষ্ট ইন্ডিয়া ওয়ান এয়ারের বিমান চলাচল করবে। যদিও চাপাল উত্তর শুরু হয় রাজ্য কেন্দ্র। পরবর্তীতে মুখ্যমন্ত্রীও জানিয়ে দেন বিমান চলবে কোচবিহার থেকে। এমতাবস্থায় কিছু কারণবশত বিমান পরিষেবা ১৫ তারিখের পরিবর্তে একুশ তারিখ থেকে চলবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। আগামীকাল সকাল সাড়ে বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এই বিমান রওনা দেবে কোচবিহারের উদ্দেশ্যে। প্রথম দিন বিমানে যাত্রী হিসেবে রাজ্য সরকারের পাঁচ জন এবং ভারতীয় জনতা পার্টির তিনজন থাকবে বলে জানা গেছে।

প্রথম দিন বিমানে যাত্রী হিসেবে কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশ্যে থাকবেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় দুজন সাংবাদিক ও দুজন আধিকারিক। বিজেপির পক্ষ থেকে বিমানে থাকবেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা কোচবিহার উত্তর কেন্দ্রে বিধায়ক সুকুমার রায় এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এই বিমান কোচবিহার বিমানবন্দরে আসার পর যাত্রীদের স্বাগত জানানোর কথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। ইতিমধ্যে বার দুইয়েক ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে বিমানের। স্বভাবতই আশায় বুক বেঁধেছে কোচবিহারবাসী।