অবশেষে পড়ুয়াদের বহুদিনের দাবি পূরণ হতে চলেছে

অবতক খবর,জঙ্গিপুর,২৯ ডিসেম্বর: অবশেষে পড়ুয়াদের বহুদিনের দাবি পূরণ হতে চলেছে। জঙ্গিপুর কলেজে নেতাজি ওপেন ইউনিভার্সিটির পিজি কোর্সে পঠনপাঠন চালু হচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেখানে বেশ কয়েকটি বিষয় পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। ইতিমধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে। পড়ুয়ারা এখন থেকে এই স্টাডি সেন্টার থেকেই উচ্চ শিক্ষার জন্য পঠনপাঠন চালিয়ে যেতে পারবেন। এই খবরে অত্যন্ত উচ্ছ্বসিত পড়ুয়া থেকে অভিভাবকরা।

এতোদিন এই কলেজে নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার না থাকায় দূরের কোনো কলেজে পড়ুয়াদের ভর্তি হতে হতো। নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার চালু হওয়ায় বহু পড়ুয়া উপকৃত হবে বলে শিক্ষিত মহলের অভিমত। আগামী শিক্ষা বর্ষ থেকে পাবলিক অ্যডমিনিস্ট্রেটিভ, লাইব্রেরি সায়েন্সের মতো বিষয় চালু হতে যাচ্ছে। এছাড়া অন্যান্য একাধিক বিষয়ও পড়ার সুযোগ মিলবে জঙ্গিপুর কলেজ সূত্রে জানা গিয়েছে। এ প্রসঙ্গে জঙ্গিপুর কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নবকুমার ঘোষ বলেন, বিষয়ের ডিম্যন্ডের কথা গুরুত্ব দিয়ে ভেবেই সীদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজে পঠনপাঠন ঠিক রাখতে আমরা আরও একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছি। তাতে পড়ুয়ারা উপকৃত হবে।