অবতক খবর,৩১ জুলাইঃ অবশেষে দেখা মিললো সাংসদ অর্জুন সিং-এর পুত্র বিধায়ক পবন সিং-এর । শ্রাবন মাস উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে গঙ্গা পরিষ্কার করার কর্মসূচী নেওয়া হয়েছে । সেই কর্মসূচি অনুযায়ী ভাটপাড়ার গঙ্গার ঘাট গুলি নিজে হাতে পরিষ্কার করতে দেখা গেলো বিধায়ক পবন সিং কে ।

আজ সকাল সকাল বিজেপির কিছু কর্মীদের নিয়ে বিধায়ক হাজির হন গঙ্গার ঘাটে। এরপর নিজেই পরিষ্কারে কাজে হাত লাগান।

এদিন তিনি বলেন, সব সময় রাজনৈতিক কাজ হয় কিন্তু আমি সামাজিক কাজ করতে বেশি পছন্দ করি। কারন আগে সমাজ সেখান থেকেই আসে রাজনীতি। অর্জুন সিং এর তৃণমূলে যোগদান করার পরেই শ্যামনগরে একটি জনসভায় পবন সিং এর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার কথা ছিল অভিষেকের জন সভাতে।

কিন্তু সেখানে পবন সিং হাজির হননি। ফলতো অফিসিয়ালি পবন সিং এখনো বিজেপির বিধায়ক হিসেবেই বিজেপিতে রয়েছেন। এবং তৃণমূলের কোনো কর্মসূচিতে ও তাকে দেখা যায় না। একই বাড়িতে বাবা তৃণমূল এবং ছেলে বিজেপি এই চিত্র কতটুকু বিশ্বাসযোগ্য রাজনৈতিকভাবে প্রশ্ন তুলেছে সেই বিষয় নিয়ে।

স্বাভাবিকভাবেই ব্যারাকপুরের সাংসদ তথা দাপুটে নেতা অর্জুনপুত্র পবন সিং এর রাজনৈতিক পরিচয় নিয়ে দ্বন্দ্বে রয়েছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ।