অবতক খবর,২ মে: ঘরের ছেলে ঘরের ছেলে বলে তারস্বরে চেঁচিয়ে চেঁচিয়ে মানুষের কাছে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন বীজপুরের এক প্রার্থী। তিনিই একসময়ে দলবলের পর ঘরে ঢুকে বসেছিলেন। তাঁকে দেখা গেছে নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার কিছুদিন আগে থেকে। কিন্তু নিঃশব্দে কাজ করে গেছেন বীজপুরের সুবোধ ছেলে অর্থাৎ সুবোধ অধিকারী।তাঁর কাজে খুশি হয়ে বীজপুরের মানুষ আজ তাঁকে পুরস্কৃত করেছেন, নিজেদের আশীর্বাদের হাত রেখেছেন তাঁর ওপর।

 

আজ সকাল থেকেই দেখা গেছে বীজপুরে তৃণমূল প্রার্থী এগিয়েই ছিলেন। শেষ বেলায় চূড়ান্ত ফলাফল পাওয়া গেল। ১৩,৯৮০ ভোটে বীজপুর থেকে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। নিঃশব্দে কাজ করে যাওয়া এই সুবোধ ছেলেকেই অবশেষে বীজপুরের মানুষ নিজেদের বিধায়ক হিসেবে বেছে নিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দুষ্টু ছেলে। এই দুষ্টু ছেলেই আসীন হতে চলেছেন বীজপুরের বিধায়ক পদে।