অবতক-এর প্রতিবাদ

আন্তর্জাতিক মহান উৎসবের স্বীকৃতি পেয়েছে বাঙালির শারদ উৎসব। পশ্চিমবঙ্গ অর্জন করেছে ইউনেস্কো সম্মান।

গান্ধীজিকে মহিষাসুর রূপে প্রতিমূর্তি বানিয়েছে কারা? মহাসপ্তমীর দিন ছিল গান্ধীজীর জন্মদিন। হায় বাঙালি! হায় হিন্দু ধর্ম! ধর্মীয় বিভাজনের মাধ্যমে স্বাধীনতা অর্জনের বিরুদ্ধে অনশন করেছিলেন গান্ধীজি বেলেঘাটায়।

১) হিন্দু না হারামি

নাথুরাম ঘাতক ছিল আমরা সকলেই জানি।

গান্ধীজিকে অসুর বানালো এরা।

বুঝতেই পারল না

ভক্তিরসের জোয়ারে ভেসে মা দুর্গাকে বানালো খুনী!

এরা কারা? হিন্দু না হারামি!

২) মহাপাতক

গান্ধীজি অসুর!!

বাংলার বাতাসে এ কোন শারদীয় সুর?

গান্ধীজিকে এভাবে অপমান!

মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী প্রতিবাদহীন

বাংলার রইল কি কোনো সম্মান?

হায়!নেতাজী, হায়! সুভাষ

প্রত্যক্ষ করি আগত সর্বনাশ।

তুমি গান্ধীজিকে বলেছিলে জাতির জনক

আমরা বঙ্গভূমবাসী এ কোন মহাপাতক!